কুরআন পড়
জাহিদুল ইসলাম
কুরআন আমার জ্ঞানের আলো
কুরআন দিনের বাণী
কুরআন শিক্ষা বড় শিক্ষা
পড়তে আমি না জানি।
কুরআন আমার সুখের শপথ
কুরআন দীনের বাণী
দীন প্রচার করতে গিয়ে
কত নবী রাসুল ঝরিয়েছে চোখের পানি।
কুরআন ছেড়ে দিয়ে কেন
বাংলা তুমি ধরো
তাই তো মানুষ কুল
গজবে এখন মরো।
কুরআন ইলামের প্রতিক
মুসলমানদের হাতিয়ার
কুরআন কে সম্মান করে যে
সেই তো ইমানদার।
কুরআন শ্রেষ্ঠ কিতাব
সকল কিছুর অধিক
কুরআন দিনের বাণী
কুরআন পড়লে হবে
দুই জাহানের জ্ঞানি।
কুরাআন সঠিক পথ দেখায়
দেখায় সুখের সম্ভবনা
কুরআন পড়লে এত নেকি
আর তো কোথাও পাব না।
কুরআনের আলোতে যদি গড়ি জীবন
ইমান থাকবে সঠিক
সঠিক হবে মরন।
কুরআনের সৈনিক আমরা
ভালোবাসি কুরআনকে
কুরআনকে ভালোবাসলে
আল্লাহকে পাওয়া যাবে।
আল্লাহর পরিচয় দেওয়া আছে
দেওয়া আছে কত নবী রাসুলের কথা
কুরআনের ভিতর সব আছে,
পাঠ করিলে পাবে তথা।