নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় বিএনপির নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর ও ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।
তাদেরকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০শে মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদক ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করে। সে বছরের ১৫ই নভেম্বর বিচারিক আদালত টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ই জুন তাকে খালাস দেয় হাইকোর্ট।
তবে, হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। এবং ২০১৪ সালের জানুয়ারিতে খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেয় আপিল বিভাগ। টুকু আপিল বিভাগের এই রায় পুনর্বিবেচনার আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। সে বছরের ২১শে জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করলে তাদের খালাস দেয়া হয়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬শে মে আপিল বিভাগ সে রায় বাতিল করে হাইকোর্টকে মামলাটির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন।