নিজস্ব প্রতিবেদক:

দেশে আবারও বাড়ছে তাপদাহ। পাঁচ বিভাগ ও ১১ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, সোমবার সন্ধ্যা থেকে পরের ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে, আগামী দুই থেকে তিন দিন চলতে পারে এমন তাপপ্রবাহ।

আবহাওয়া অফিস জানায়, দিনাজপুর, নীলফামারী, সিলেট, সন্দ্বীপ, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদিকোর্ট, ফেনী ও বান্দরবান অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গরম বেড়ে ঢাকা বিভাগ জুড়েও মৃদু তাপপ্রবাহ বইছে।

আগামী দুই তিন দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এরপর সিলেট, মৌলভীবাজারসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে তখন তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে