মোঃ সাইদুল ইসলাম , রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় গোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে সভার আয়োজন করা হয়।

সভায় ২ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ২২০ টাকার বাজেট ঘোষণা করেন গোনা ইউপি সচিব তানজিলুর রহমান।

গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার। এ সময় উপস্থিত ছিলেন, সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে