Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রথমদিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার, বহিষ্কার ২২ পোল্যান্ডের বাংলাদেশের দূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম ‘পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ’ সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সাক্ষী আবছার আটক ১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ, হবে কালবৈশাখী-বজ্রপাত যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক স্থগিত করলো ইউরোপীয় ইউনিয়ন পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাণিজ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

গাজিপুরের নগরমাতা হলেন জায়েদা খাতুন

  • Reporter Name
  • Update Time : ০১:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত-প্রত্যাখ্যাত হয়ে নিজের মা-কে গাজীপুর নগর নির্বাচনের মেয়র পদে বিজয়ী করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। হারিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আজমত উল্লা খানকে।

জাহাঙ্গীরের বিজয়ী মা জায়েদা খাতুন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। তিনি ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন আজমত উল্লাকে।

গাজীপুরের সদ্য নির্বাচিত মেয়র জায়েদা পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। আর পরাজিত আওয়ামী লীগের আজমত উল্লা পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

No description available.

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম চুড়ান্ত ফল ঘোষণা করেন। নিজের মা’কে সামনে রেখে  বহিষ্কৃত নেতা জাহাঙ্গীরের এমন নির্বাচনী লড়াই দেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত।

গাজীপুর নগরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন দেশের বহু কোটি সাধারণ মায়ের মতই একজন জননী। নির্বাচনে তাঁর একমাত্র পরিচয় ছিল গাজীপুর নগরের সাবেক মেয়র জাহাঙ্গীরের মা। সেই পরিচয়েই তিনি গাজীপুর নগরের মেয়র নির্বাচিত হলেন। পরাজিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা আজমত উল্লা খানকে।

অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার গাজীপুর নগর নির্বাচন হয়। মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন ভোটারের এই নির্বাচনে ৪৮ দশমিক ৭৫ শতংশ ভোট পড়েছে। গোটা ভোট ইভিএম-এ হলেও মেয়র পদে নির্বাচনী চুড়ান্ত ফল পেতে রাত দেড়টা পর্যন্ত সময় লেগেছে।

৬১ বছর বয়সী নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না। ছিলেন তাঁর সন্তান জাহাঙ্গীর আলম। ১৬ হাজারের বেশি ভোটে মায়ের বিজয়ের পর জাহাঙ্গীরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন সাংবাদিকদেরকে। আওয়ামী লীগ তাঁকে প্রার্থী না করলেও, নিজের মা’কে প্রার্থী করায় আওয়ামী লীগ তাঁকে বহিস্কার করলেও ফল ঘোষণার পর বলেছেন আওয়ামী লীগের প্রতীক নৌকার বিজয় হয়েছে, তবে তাঁর মায়ের মার্কা ছিল টেবিল ঘড়ি।

ফলাফল ঘোষণার পর বিজয়ী মেয়র জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীরের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাতের গাজীপুর নগর। তবে পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লা ছিলেন না ফল ঘোষণার আনুষ্ঠানিক আয়োজনে, ছিলেন নিভৃতে, নিজের বাসায়।

৩২৯ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটির তৃতীয় নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে রয়েছে ৪৮০টি ভোটকেন্দ্র। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এসব কেন্দ্রে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১৮ জন। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

প্রথমদিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার, বহিষ্কার ২২

গাজিপুরের নগরমাতা হলেন জায়েদা খাতুন

Update Time : ০১:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত-প্রত্যাখ্যাত হয়ে নিজের মা-কে গাজীপুর নগর নির্বাচনের মেয়র পদে বিজয়ী করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। হারিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আজমত উল্লা খানকে।

জাহাঙ্গীরের বিজয়ী মা জায়েদা খাতুন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। তিনি ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন আজমত উল্লাকে।

গাজীপুরের সদ্য নির্বাচিত মেয়র জায়েদা পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। আর পরাজিত আওয়ামী লীগের আজমত উল্লা পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

No description available.

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম চুড়ান্ত ফল ঘোষণা করেন। নিজের মা’কে সামনে রেখে  বহিষ্কৃত নেতা জাহাঙ্গীরের এমন নির্বাচনী লড়াই দেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত।

গাজীপুর নগরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন দেশের বহু কোটি সাধারণ মায়ের মতই একজন জননী। নির্বাচনে তাঁর একমাত্র পরিচয় ছিল গাজীপুর নগরের সাবেক মেয়র জাহাঙ্গীরের মা। সেই পরিচয়েই তিনি গাজীপুর নগরের মেয়র নির্বাচিত হলেন। পরাজিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা আজমত উল্লা খানকে।

অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার গাজীপুর নগর নির্বাচন হয়। মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন ভোটারের এই নির্বাচনে ৪৮ দশমিক ৭৫ শতংশ ভোট পড়েছে। গোটা ভোট ইভিএম-এ হলেও মেয়র পদে নির্বাচনী চুড়ান্ত ফল পেতে রাত দেড়টা পর্যন্ত সময় লেগেছে।

৬১ বছর বয়সী নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না। ছিলেন তাঁর সন্তান জাহাঙ্গীর আলম। ১৬ হাজারের বেশি ভোটে মায়ের বিজয়ের পর জাহাঙ্গীরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন সাংবাদিকদেরকে। আওয়ামী লীগ তাঁকে প্রার্থী না করলেও, নিজের মা’কে প্রার্থী করায় আওয়ামী লীগ তাঁকে বহিস্কার করলেও ফল ঘোষণার পর বলেছেন আওয়ামী লীগের প্রতীক নৌকার বিজয় হয়েছে, তবে তাঁর মায়ের মার্কা ছিল টেবিল ঘড়ি।

ফলাফল ঘোষণার পর বিজয়ী মেয়র জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীরের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাতের গাজীপুর নগর। তবে পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লা ছিলেন না ফল ঘোষণার আনুষ্ঠানিক আয়োজনে, ছিলেন নিভৃতে, নিজের বাসায়।

৩২৯ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটির তৃতীয় নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে রয়েছে ৪৮০টি ভোটকেন্দ্র। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এসব কেন্দ্রে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১৮ জন। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে।