আন্তর্জাতিক ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটাকে ১৩০ কোটি মার্কিন ডলার বা ১৪ হাজার কোটি টাকা জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মাধ্যমটির বিরুদ্ধে ইউরোপের ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাচারের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে মেটার বিরুদ্ধে বিপুল পরিমাণের এ জরিমানা করা হয়। সোমবার (২২ মে) আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য জানায়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইইউ-এর ডেটা সুরক্ষা সম্পর্কিত প্রচলিত আইন জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশনের (জিডিপিআর) আওতায় সোমবার (২২ মে) এ জরিমানা আদেশ জারি করে ডেটা প্রটেকশন বোর্ড। সেই সঙ্গে আগামী ছয় মাস ফেসবুকের ইউরোপীয় সেবা গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করতে ৬ মাসের নিষেধাজ্ঞাও দিয়েছে।

মেটার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ইউরোপীয় ডেটা প্রটেকশনের এই জরিমানার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবে তারা।

এদিকে পাল্টা এক বার্তায় মেটা জানিয়েছে, যে সমস্যাটি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এই জরিমানা জারি করেছে সেটি মেটার দুরভিসন্ধি বা গাফিলতির জন্য নয় বরং এটি একটি ‘আইনি’ জটিলতা।

কোম্পানির বিবৃতিতে আরও বলা হয়, সমস্যাটি সমাধানের জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা বৈঠক শুরু করেছেন এবং একটি কাঙিক্ষত সমাধান আসার পরিস্থিতিও তৈরি হচ্ছিল। তার মধ্যেই এই জরিমানা জারি করা হলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে