ক্রীড় ডেস্ক:

ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে ক্রিকেট সিরিজের শেষ খেলায় আয়ারল্যান্ডকে ৪ রানে হারালো বাংলাদশে।

এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।  তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৭৪ রানের পুঁজি নিয়ে দারুণ বোলিংয়ে ৪ রানের জয় পায় টাইগাররা।

রোববার চেমসফোর্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ১৭ রানে ফেরেন স্টেফেন ডোহানি। এরপর অধিনায়ক অ্যান্ডি বলবার্নিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার পল স্টারলিং।

তাদের এই জুটিই দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলো। এবাদত এবং মিরাজের শিকার হয়ে বলবার্নি  ও স্টারলিং আউট হওয়ার পর দলকে জয়ের পথেই রাখেন হ্যারি টাকার ও লরকান টাকার। ৪৫ ও ৫০ রানে লরকান টাকার ও হ্যারি টাকার আউট হওয়ার পরও খেলায় ছিল আইরিশরা। জয়ের জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। কিন্তু হাসান মাহমুদের করা শেষ ওভারে ৪ রানের জয় পায় বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে