Dhaka ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • ৪২ Time View

ক্রীড়া ডেস্ক :

ঢাকা টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। একমাত্র ম্যাচ হওয়ায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি পর টেস্ট সিরিজও গেছে বাংলাদেশের দখলে, মানে সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে আইরিশরা।

মিরপুরে চৌঠা এপ্রিল শুরু হওয়ায় খেলায় টস জিতে আগে ব্যাটে নামে আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের বোলিং তোপে তারা সব ক’টি উইকেট হারিয়ে তোলে ২১৪ রান। জবাবে প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৩৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

এরপর দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ইনিংস পরাজয়ের শংকায় ছিল আইরিশরা। তবে চোখ রাঙানি এড়িয়ে উল্টো দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে চমক দেখায় দলটি। ২৭ রানে ৪ উইকেট হারানো দলটি ২৯২ রানের সংগ্রহ গড়ে। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রানের।

ছোট লক্ষ্য, বাংলাদেশের শুরুটাও হয় দারুণ। শান্তর পরিবর্তে ওপেনিংয়ে ব্যাটে নামা লিটন দাস তোলেন ঝড়। তবে তার ইনিংস বড় হয়নি, ১৭ বলে ২৩ রান কওে দুর্ভাগ্যজনক আউটের শিকার হন। এরপর ব্যাটে আসা শান্ত আউট হন ৪ রানে।

এরপর জুটি গড়েন তামিম ও মুশফিক। ৬২ রানের জুটি গড়ার পর এ জুটিও ভেঙে যায় বেঞ্জামিনের বলে। তবে তাতে কোনো সমস্যা হয়নি। ততক্ষণে হয়ে গেছে জয়ের ভীত। শেষ পর্যন্ত মুশফিকের ৪৮ বলে ৫১ আর মুমিনুলের ২০ বলে ২০ রানের সুবাদে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এর আগে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে ২৯২ রানে অলআউট করেছে বাংলাদেশ। ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা আয়ারল্যান্ড আজ (শুক্রবার) সকালে তুলতে পেরেছে কেবল ৬ রান।

১১২তম ওভারে আগের দিন দুর্দান্ত খেলতে থাকা অ্যান্ডি ম্যাকব্রিনকে ফেরান এবাদত হোসেন। ১৫৬ বলে ৭২ রান করেন এই ব্যাটার। আজ করেন কেবল ১ রান। এরপর ১১৬তম ওভারের শেষ বলে গ্রাহাম হুমেকে ফিরিয়ে ইনিংস শেষ করেন এবাদত।

তবে চতুর্থ দিন আর সুবিধা করতে পারেনি তারা। ৬ রানের মধ্যেই দুই উইকেট হারায়। তাইজুল ইসলাম ৪২ ওভারে ৯০ রান দিয়ে চার উইকেট নেন। তার আগে প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। এছাড়া এবাদত হোসেন ১৫ ওভাওে ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সাকিব আল হাসান নিয়েছেন দুই উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

Update Time : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

ক্রীড়া ডেস্ক :

ঢাকা টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। একমাত্র ম্যাচ হওয়ায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি পর টেস্ট সিরিজও গেছে বাংলাদেশের দখলে, মানে সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে আইরিশরা।

মিরপুরে চৌঠা এপ্রিল শুরু হওয়ায় খেলায় টস জিতে আগে ব্যাটে নামে আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের বোলিং তোপে তারা সব ক’টি উইকেট হারিয়ে তোলে ২১৪ রান। জবাবে প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৩৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

এরপর দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ইনিংস পরাজয়ের শংকায় ছিল আইরিশরা। তবে চোখ রাঙানি এড়িয়ে উল্টো দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে চমক দেখায় দলটি। ২৭ রানে ৪ উইকেট হারানো দলটি ২৯২ রানের সংগ্রহ গড়ে। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রানের।

ছোট লক্ষ্য, বাংলাদেশের শুরুটাও হয় দারুণ। শান্তর পরিবর্তে ওপেনিংয়ে ব্যাটে নামা লিটন দাস তোলেন ঝড়। তবে তার ইনিংস বড় হয়নি, ১৭ বলে ২৩ রান কওে দুর্ভাগ্যজনক আউটের শিকার হন। এরপর ব্যাটে আসা শান্ত আউট হন ৪ রানে।

এরপর জুটি গড়েন তামিম ও মুশফিক। ৬২ রানের জুটি গড়ার পর এ জুটিও ভেঙে যায় বেঞ্জামিনের বলে। তবে তাতে কোনো সমস্যা হয়নি। ততক্ষণে হয়ে গেছে জয়ের ভীত। শেষ পর্যন্ত মুশফিকের ৪৮ বলে ৫১ আর মুমিনুলের ২০ বলে ২০ রানের সুবাদে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এর আগে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে ২৯২ রানে অলআউট করেছে বাংলাদেশ। ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা আয়ারল্যান্ড আজ (শুক্রবার) সকালে তুলতে পেরেছে কেবল ৬ রান।

১১২তম ওভারে আগের দিন দুর্দান্ত খেলতে থাকা অ্যান্ডি ম্যাকব্রিনকে ফেরান এবাদত হোসেন। ১৫৬ বলে ৭২ রান করেন এই ব্যাটার। আজ করেন কেবল ১ রান। এরপর ১১৬তম ওভারের শেষ বলে গ্রাহাম হুমেকে ফিরিয়ে ইনিংস শেষ করেন এবাদত।

তবে চতুর্থ দিন আর সুবিধা করতে পারেনি তারা। ৬ রানের মধ্যেই দুই উইকেট হারায়। তাইজুল ইসলাম ৪২ ওভারে ৯০ রান দিয়ে চার উইকেট নেন। তার আগে প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। এছাড়া এবাদত হোসেন ১৫ ওভাওে ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সাকিব আল হাসান নিয়েছেন দুই উইকেট।