ক্রীড়া ডেস্ক :

কাতার বিশ্বকাপজুড়ে ম্যাচের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে আর্জেন্টিনার একাদশে। প্রতিপক্ষ বিবেচনায় কৌশল পাল্টেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

আজকের হাইভোল্টেজ শিরোপা নির্ধারনী ম্যাচেও তার ব্যত্যয় ঘটেনি।

আজ লুসাইলে অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টাইনদের একাদশ কেমন হয়- তা নিয়েই ছিলো আলোচনা। অ্যাঞ্জেল ডি মারিয়া পূর্ণ ফিট হলেও তিনি খেলবেন কি-না, তা নিয়েও ছিলো প্রশ্ন।

অবশেষে অভিজ্ঞ এই উইঙ্গারকে নিয়েই একাদশ সাজিয়েছেন স্কালোনি।

সেই ডি মারিয়া কল্যাণেই খেলার ২২তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। যা থেকে গোল আদায় করতে বিন্দু মাত্র ভুল করেননি নিউ ম্যারাডোনা খ্যাত লিওনেল মেসি। এর সঙ্গেই ২৩তম মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

অন্যদিকে, চলতি বিশ্বকাপে এ নিয়ে ৬টি গোল পেলেন লিও। পাশাপাশি ১১ গোল নিয়ে ছাড়িয়ে গেলেন স্বদেশি লিজেন্ড বাতিস্তুতাকেও।

এরপর কোণঠাসা ফ্রান্সের বিপক্ষে ব্যবধান বাড়াতে দেরি করেনি আকাশি-সাদারা। ৩৬তম মিনিটেই মেসির বাড়ানো বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মারিয়াকে পাস দেন আলভারেজ। যা থেকে লক্ষ্যভেদ করতে একটুও ভুল করেননি ১২ মিনিট আগেই পেনাল্টি পাইয়ে দেয় ডি মারিয়া।

যার ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে