ক্রীড়া ডেস্ক:

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি- টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ রোববার (০৯ই অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ দল।

ত্রিদেশীয় সিরিজে দু’দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের কাছে। প্রথম ম্যাচে বাজে বোলিংয়ের পর ব্যাটিংয়েও বাংলাদেশের টপ অর্ডাররা সুবিধা করতে পারেনি। তাতে বাংলাদেশ পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

শনিবার ম্যাচের আগের দিন লিংকন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অনুশীলন করে। এই সফরে দলের সাথে প্রথম অনুশীলন করেন অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ খেলার জন্য নিজেকে প্রস্তুত করেছেন সাকিব। প্রথম ম্যাচের ভুল ত্রুটিগুলো শুধরে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। কিউইদের বিপক্ষে দলের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে টাইগারদের।

অন্যদিকে, প্রথম ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কিউইদের। হ্যাগলে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে খেলাটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে