Dhaka ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে ৬৮ মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ৪৮ Time View

নিজস্ব সংবাদদাতা :

পঞ্চগড়ে করতোয়া নদীতে রোববারের নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও নিখোঁজ রয়েছে অনেকে। আজ বুধবার (২৮শে সেপ্টেম্বর) সকাল থেকে চতুর্থ দিনের মত নদীতে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা। নিখোঁজদের সন্ধানে এখনো করতোয়া নদীর দু’তীরে ভিড় করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠে আশপাশের এলাকার পরিবেশ।

এর আগে গেলো রোববার দুপুরে পঞ্চগড় থেকে বোদা উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিলেন, দেড়শতাধিক মানুষ। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি করতোয়া নদীর আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়। এতে এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর ২জন, পঞ্চগড় সদরের একজন ও ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ জন রয়েছে। এরমধ্যে ৩০ জন নারী, ১৭ জন পুরুষ ও ২১টি শিশু রয়েছে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বলেন, আমাদের উদ্ধার কাজ বন্ধ নেই। রাতেও আমাদের লোকজন সেখানে আছে। একজন মানুষ নিখোঁজ থাকলেও আমাদের উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

তদন্ত প্রতিবেদন নিয়ে তিনি বলেন, তদন্তের তিন কার্য দিবস শেষ হয়েছে। প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আর ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। আর আহতদের চিকিৎসা খরচ বহন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে ৬৮ মরদেহ উদ্ধার

Update Time : ০৪:৫৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব সংবাদদাতা :

পঞ্চগড়ে করতোয়া নদীতে রোববারের নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও নিখোঁজ রয়েছে অনেকে। আজ বুধবার (২৮শে সেপ্টেম্বর) সকাল থেকে চতুর্থ দিনের মত নদীতে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা। নিখোঁজদের সন্ধানে এখনো করতোয়া নদীর দু’তীরে ভিড় করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠে আশপাশের এলাকার পরিবেশ।

এর আগে গেলো রোববার দুপুরে পঞ্চগড় থেকে বোদা উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিলেন, দেড়শতাধিক মানুষ। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি করতোয়া নদীর আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়। এতে এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর ২জন, পঞ্চগড় সদরের একজন ও ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ জন রয়েছে। এরমধ্যে ৩০ জন নারী, ১৭ জন পুরুষ ও ২১টি শিশু রয়েছে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বলেন, আমাদের উদ্ধার কাজ বন্ধ নেই। রাতেও আমাদের লোকজন সেখানে আছে। একজন মানুষ নিখোঁজ থাকলেও আমাদের উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

তদন্ত প্রতিবেদন নিয়ে তিনি বলেন, তদন্তের তিন কার্য দিবস শেষ হয়েছে। প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আর ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। আর আহতদের চিকিৎসা খরচ বহন করা হচ্ছে।