তপনকান্তি মণ্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:
ভারত সরকারের নেহরু যুব কেন্দ্র, ডায়মণ্ড হারবার এবং নমামি গঙ্গে প্রকল্পের যৌথ উদ্যোগে গত ১৮ ও ১৯ শে সেপ্টেম্বর ডায়মন্ডহারবার-২ ব্লকের ভাদুড়া- হরিদাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গা গ্রামে গঙ্গার স্বচ্ছতা রক্ষার উদ্দেশ্যে দু’দিনের গঙ্গাদূত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।
গঙ্গা দূষণ প্রতিরোধ ও তার স্বচ্ছতা বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গ্রাম থেকে আগত ৫৮ জন স্বেচ্ছাসেবী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন।
এই স্বেচ্ছাসেবকদের ‘গঙ্গাদূত’ নামে অভিহিত করা হয়েছে। আগামী দিনে তারা গঙ্গার তীরবর্তী গ্রামগুলিকে আরো বেশি সুষ্ঠু ও স্বচ্ছভাবে গড়ে তোলার উদ্দেশ্যে তারা সচেষ্ট থাকবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা ডলি কয়াল, পঞ্চায়েত সদস্য রবীন দাস, নমামি গঙ্গে প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক সুজিত ভান্ডারী, ডায়মন্ড হারবার-২ ব্লকের অন্তর্গত ন্যাশনাল ইয়ুথ ভলেন্টিয়ার্স ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।