আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু বেলুচিস্তানেই মৃত্যু হয়েছে শতাধিক মানুষের।
পাকিস্তানের প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত বন্যায় ৩৫৭ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে। আহত হন ৪০৮ জন। বন্যায় কমপক্ষে ২৩ হাজার ৭০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-এনডিএমএ সতর্ক করে জানায়, পরের ২৪ ঘণ্টায় চেনাব নদীর পানি মাঝারি থেকে উচ্চ বন্যার পর্যায়ে পৌঁছাবে। বিবৃতিতে নদীতীরবর্তী অঞ্চলের মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়।
বন্যার ঝুঁকি থাকা অঞ্চলের বিষয়ে পর্যটকদেরও সতর্কবার্তা দেয় এনডিএমএ। সংস্থাটির পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বিপজ্জনক সড়কের ক্ষেত্রে পর্যটকদের এমন জায়গায় সরিয়ে নেয়া উচিত যেখানে পর্যাপ্ত খাদ্য, পানি ও প্রয়োজনীয় ওষুধ রয়েছে।
চলতি বছর বর্ষা মৌসুমের প্রথম দুই মাসেই বিগত বিভিন্ন বছরের চেয়ে ৫০০ শতাংশেরও বেশি বৃষ্টিপাত হয়েছে বেলুচিস্তানের। প্রদেশটিতে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে
প্রদেশের ৩৫টি জেলার মধ্যে অন্তত ১০ জেলায় প্রবল বৃষ্টি ও বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৬৫০ কিলোমিটার সড়ক ধ্বংস হয়ে গেছে।