নিজস্ব প্রতিবেদক:

সমালোচকদের কথায় বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশে অকটেন ও পেট্রোলের মজুদ চাহিদার চেয়েও বেশী আছে। তবে বৈশ্বিক মন্দার কারণে যাতে সংকট তৈরী না হয় সেজন্য বিদ্যুৎ, জ্বালানিসহ সব সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথা বলা হয়েছে।

আজ বুধবার (২৭শে জুলাই) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলীয় প্রধান শেখ হাসিনা। একই দিনে প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন থাকায় সংগঠনের পাশাপাশি পুত্রকেও জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যে করোনা, ঝড়-জলোচ্ছ¡াসসহ মানবিক নানা বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোয় স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মিদের ধন্যবাদ জানান দলীয় প্রধান।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংকট থেকে দেশের মানুষকে রক্ষায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু অনেকেই বাস্তবতা অনুধাবন না করে মনগড়া কথা বলে মানুষেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যাতে এগিয়ে যেতে না পারে সেজন্য দেশি বিদেশী নানা তৎপরতা আছে।  তবে তা মোকাবেলা করেই দেশকে এগিয়ে নেয়া হবে।

সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা মানুষের কাছে পৌছে দিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে