মোঃ মাসুদ রানা (দুপচাঁচিয়া প্রতিনিধি) :
১৪(জুলাই)বৃহস্পতিবার দুপচাঁচিয়া থানা পুলিশ ও র্যাব-১২ পৃথক অভিযানে অপহরণকারী তিন মাদক বিক্রেতা ও প্রতারক চক্রের তিন সদস্য সহ সাত জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আশুঞ্জা গ্রামের কেরামত আলীর মেয়ে সাথী আক্তার (১৬) স্থানীয় পাল্লাপাড়া দাখিল মাদ্রসায় নবম শ্রেণিতে লেখাপড়া করে। ঘটনার দিন গত ১২ জুলাই মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। চৌমুহানি বাজারে সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেনের চাতালের সামনের পাকা রাস্তার উপর পৌছিলে একই গ্রামের ফরহাদ আলীর ছেলে সিফাত (১৯) তার পথ রোধ করে এবং তাকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে সিএনজি যোগে জোর পূর্বেক অপহরণ করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার জানতে পারেন যে, তার নাবালিকা মাদ্রাসা পড়ুয়া মেয়ে সাথী আক্তারকে সাহারপুকুর বাজারের পাশে একটি বাড়িতে আটক রাখা হয়েছে। পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান এবং আসামি সিফাতকে (১৯) গ্রেফতার সহ তার হেফাজতে থাকা অপহৃতা মাদ্রাসা ছাত্রী সাথী আক্তার (১৬) উদ্ধার করেন। এ সংক্রান্তে মেয়েটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেছেন। অপর দিকে একই রাতে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন। এরা হলো উপজেলার জিয়ানগর মধ্যেপাড়ার মৃত বেলাল মন্ডলের ছেলে সবুজ মন্ডল (৪০), তালুচ পূর্বপাড়ার লুৎফর রহমানের ছেলে ইমরান হোসেন (২৩) এবং চামরুল তালুকদারপাড়ার মন্টু আলী ছেলে শফিকুল ইসলাম ওরফে আশরাফ আলী (৩১)। পুলিশ তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে। ওই রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। এদিকে প্রতারণার অভিযোগে স্পেশাল কোম্পানির র্যাব-১২ বগুড়ার একটি দল স্বামী স্ত্রী সহ প্রতারক চক্রের তিন সদস্যকে মর্তুজাপুর সড়কে খলিশ্বর রোডের সামনের পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেছেন। এরা হলো উপজেলার বিশা গ্রামের মৃত কোরবান শেখের ছেলে আসালত শেখ (৫০) ও তার স্ত্রী মোছাঃ নাসরিন (৪৫) এবং জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হাপুনিয়া নয়াপাড়া গ্রামের মৃত আজগর শেখের ছেলে আব্দুস ছাত্তার (৫৫) গ্রেফতার করেন। এ সময় তাদের হেফাজত থেকে ৬.৫ সেন্টিমিটারের একটি মুর্তি যার পিছনে ১৮১৮ লেখা ছিলো উদ্ধার করেন। এ সংক্রান্তে র্যাবের ডিএডি জিয়াউর রহমান বাদি হয়ে থানায় প্রতারণা মামলা দায়ের করেছেন। দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত সকল আসামিদেরকে গতকাল শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।