রংপুর প্রতিনিধি:

রংপুরে ট্রাক চাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ও অন্তত একজন আহত হয়েছে।

মঙ্গলবার (৫ই জুলাই) রংপুর পীরগাছা রোডের শরেয়ারতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ এবং ফায়ার সার্ভিস জানায়, একটি ট্রাক বালু আনতে রংপুর থেকে পীরগাছার উদ্দেশে যাচ্ছিল। এ সময় পীরগাছা থেকে রংপুর শহরে আসা একটি অটোরিকশার সাথে শরেয়ারতল নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয। এতে ঘটনাস্থলেই দু’জন ও মেডিকেলে নেওয়ার পথে আরো চারজনের মত্যু হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।

ট্রাকসহ চালক আটক হলেও হেলপার পালিয়ে গেছে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে