রূপসা প্রতিনিধিঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন আওয়ামীলীগ দেশ পরিচালনাকালে দেশের সকল স্তরের জনসাধারণ নিরাপদে বসবাস করে। আওয়ামীলীগ একটি অস্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। বাংলাদেশে যতবার বিএনপি  শাসনভার পেয়েছে ততবারই জনসাধারণের উপর নেমে এসেছে অমানসিক নির্যাতন।একমাত্র আওয়ামিলীগ সরকারী জাতি ধর্ম নির্বিশেষে দেশ পরিচালনায় বর্হিবিশ্বের কাছ থেকে মর্যাদা পেয়েছে।একারনে এদেশের জনসাধারণ আওয়ামীলীগকে বারবার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তেমনি শেখ হাসিনা সরকার সর্বদা অস্প্রদায়িকভাবে এদেশের উনয়ন কর্মকান্ডে অব্যহত রেখেছে। তিনি আজ ১ জুলাই সকালে রূপসা উপজেলা রথযাত্রা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভায় জুম কনফারেন্সের এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সাত দিনব্যাপী রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন মানসা কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুমার আঁশ। ঘাটভোগ ইউনিয়নের কচাতলা বাজার চত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, রূপসা উপজেলা নির্বাহী অফিসার রূবাইয়া তাছনিম, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, সাবেক চেয়ারম্যান সাধন কুমার অধিকারী, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, মানসা কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল। রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক মিলন কুমার সেন, শিক্ষক গুরুপদ পাল নাসিমা রহমান শিউলি , অশোক কুমার কর্মকার , পিন্টু গোপাল দে , পুতুল কর্মকার ,রনজিত বিশ্বাস, মৃনাল সরকার , সাংবাদিক চিত্তরঞ্জন সেন , কার্তিক চন্দ্র পাল , সুব্রত পাল , রাজ কুমার পাল , বিষ্ণুপদ পাল , তন্ময় পাল সজীব , সুজন বিশ্বাস , মনোজ  ,বিশ্বজিৎ , মিঠুন, উজ্জ্বল প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে