ক্রীড়া প্রতিবেদক:

সেন্ট লুসিয়ায় টেস্ট সিরিজের শেষ ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১০৬ রানের লিড নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় দিন শেষে ক্যারিবিয়দের সংগ্রহ ৫ উইকেটে ৩৪০ রান। কাইল মেয়ার্সের ১২৬ ও জোশুয়া ডি সিলভা ২৬ রানে তৃতীয় দিন শুরু করবে। বাংলাদেশের হয়ে শরিফুল একটি ও খালেদ আহমেদ এবং মেহেদি মিরাজ ২ করে উইকেট নেন।

ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের চেয়ে ১৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয় শিবিরে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন পেসার শরিফুল। জন ক্যাম্পবেলকে ৪৫ রানে ফিরিয়ে ভাঙ্গেন ১০০ রানের জুটি। স্কোরবোর্ডে ৩২ রান যোগ করতেই আরো ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জোড়া আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। প্রথম সেশনে ৪ উইকেট নিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ।

তবে, চা বিরতি থেকে ফিরে কাইল মায়ার্স আর জার্মেই ব্ল্যাকউডের ব্যাটিং দৃঢ়তায় সুবিধাজনক অবস্থানে যায় স্বাগতিকরা। এই দুইজন মিলে গড়েন ১১৬ রানের জুটি। ব্যক্তিগত ৪০ রানে জার্মেই ব্ল্যাকউড, মেহেদি মিরাজের দ্বিতীয় শিকার হলেও কাইল মায়ার্স তার সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। পরে, জশুয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময় দেখে শুনে পার করেন  মায়ার্স। ১০৬ রানের লিড পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

এরআগে প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সফরকারিদের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন দাস। ক্যারিবিয়দের হয়ে জেডেন সিলস ও আলজারি জোসেফ ৩টি করে উইকেট নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে