রাজশাহী ব্যুরো:
গতকাল ২৫ জুন বাঙালী জাতির জীবনে এক অবিস্বরণীয় দিন। স্বপ্নের পদ্মা সেতু শুধু রড-সিমেন্টের অবকাঠামো নয়। এটি বাংলাদেশের অহংকার, আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশবাসীর ন্যায় রাজশাহীতেও জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত।
নির্বাহী প্রকৌশলী শেখ নাছিম রেজার নেতৃত্বে রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ বর্ণ্যাঢ্য আনন্দ র্যালির আয়োজন করে।
র্যালিটি সকাল ৮.৩০ টায় শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্মৃতি চত্বর থেকে শুরু করে রাজশাহী জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।