নিজস্ব প্রতিবেদক:

আজ ২৫শে জুন (শনিবার) পদ্মা সেতুর উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন।

তারপর তিনিই প্রথম সেতুর টোল দিয়ে গাড়ি করে সেতু পার হবেন।

পদ্মা সেতুর উদ্বোধনের এই দিনটির জন্য অপেক্ষার সময়ের হিসাবটি বিচিত্র। শেখ হাসিনার স্বপ্ন ও নির্মাণের উদ্যোগ গ্রহণের সময় থেকে গুণলে দুই যুগের অপেক্ষার শেষ হতে যাচ্ছে৷ নির্মাণ কাজের শুরু থেকে হিসাব করলে ৭ বছরের অপেক্ষা শেষে পদ্মা সেতুর উদ্বোধন হবে আজ।

পদ্মা সেতু উদ্বোধনের সব প্রস্তুতি শেষ। সরকারের, সংসদের, বিচার বিভাগের, প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা থাকবেন উদ্বোধনীতে। আমন্ত্রণ জানানো হয়েছে দেশে কর্মরত কূটনীতিকদের,  পদ্মা সেতু নির্মাণে বিভিন্ন পর্যায়ে যুক্ত বিশষ্টজনদের।

মাওয়া প্রান্তে সুধী সমাবেশ ও উদ্বোধনের ফলক উন্মোচনের পর নিজের গাড়ির টোল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম পদ্মা সেতু পেরিয়ে যাবেন ওপারে শরীয়তপুরের জাজিরায়। সেখানে আরেকটি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী৷ তারপর কাঠাঁলবাড়ি ঘাট এলাকায় দুপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলেরও প্রধান শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে পদ্মা সেতু ও দুই প্রান্তের আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

উদ্বোধনী অনুষ্ঠান বানচালের ষড়যন্ত্রের তথ্য বেশ কিছুদিন আগে স্বয়ং প্রধানমন্ত্রী দেশবাসীকে অবহিত করে দেশজুড়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

২০২০ সালে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণ শেষ হয়। ৫৫ কিলোমিটার দীর্ঘ সেই এক্সপ্রেসওয়ে আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। কাল (শনিবার) উদ্বোধনের পর রোববার থেকে সবার সেতু পেরুবার দিন শুরু হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে