নিজস্ব সংবাদদাতা :
আজ ২২শে জুন, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির,মালদার সহকারি শিক্ষক শ্রী অনুকুল বিশ্বাসের শুভ জন্মদিন।
প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিন একটি বিশেষ দিন। মানুষ এদিনই প্রথম এই পৃথিবীর আলো দেখেছিল। তাই এদিনটিতে প্রত্যেকটি মানুষ নিজেকে ফিরে দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না।নিজেকে নতুন করে আবিষ্কার করার অনুভূতি কোনো না কোনো ভাবে স্মরণীয় করে রাখতে চায়।তাই সবার কাছেই প্রতিটি জন্মদিন এক বিশেষ দিন।
অধিকাংশ মানুষ তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ধুমধাম করে কেক কেটে আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবীদের নিয়ে হৈ হুল্লোরের মধ্য দিয়ে জন্মদিন পালন করে থাকেন। কেউ প্রতিদিনের রুটিন মাফিক কাজ থেকে ছুটি নিয়ে সারাটা দিন পরিবারের সঙ্গে সময় কাটান। কেউ আবার পরিবারের সঙ্গে দূরে কোথাও ছুটি কাটাতে চান। অর্থাৎ জন্মদিন পালনে বিভিন্ন মানুষের ইচ্ছে বা ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
ব্যতিক্রমী মানুষ অনুকুল বিশ্বাস তার জন্মদিন সম্পূর্ণ ভিন্নস্বাদে পালন করলেন। তিনি মালদহ জেলার পুরাতন মালদহ ব্লকের মীনাপাড়া গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে ফলের চারাগাছ রোপণ করলেন।
অর্থাৎ তিনি এপৃথিবীকে আরো সবুজ ও মনোরম করে তোলার কাজে নিজেকে সারাটা দিন ব্যস্ত রাখলেন।
এদিন তিনি আদিবাসীদের বাড়িতে বিভিন্ন রকম ফলের মধ্যে ১টি কাঁঠাল , ৩টি বেদানা ,২টি লিচু , ৫টি কুল ও ৫টি পেয়ারা গাছ রোপন করলেন।
অনুকূল বাবুর কথায় এখানে তিনি এক ঢিলে দুই পাখি মেরেছেন কারণ যেকোনো বৃক্ষরোপণ পরিবেশের পক্ষে যেমন অনুকূল ,সেইসঙ্গে সেই গাছ গুলো যখন ফল দেবে তখন এলাকার মানুষের অপুষ্টি সমস্যার সমাধানেও সহায়ক হবে। অনুকুলবাবুর এমন নজিরবিহীন জন্মদিন পালনের সিদ্ধান্তে এলাকার সহজ সরল মানুষজন যারপরনাই খুশি হয়েছেন।