নিউজ ডেস্ক:

 উজানের ঢল ও অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে ভাসছে সিলেট ও সুনামগঞ্জ। সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উপজেলাগুলোর সাথে সদরের সড়ক যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্র ডুবে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একে তো ঘরে বানের পানি, তার ওপর অন্ধকার- সিলেট ও সুনামগঞ্জের মানুষ আছে অবর্ণনীয় দুর্ভোগে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট। মহানগরীর কোথাও শুকনো জায়গা নেই বললেই চলে। জেলার ১৩টি উপজেলার বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে। বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। লাখো মানুষ হয়ে পড়েছে পানিবন্দি।

সারাদেশের সঙ্গে সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার সিলেটে বন্যায়  আটকে পড়াদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

এদিকে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে করে বিচ্ছিন্ন হয়ে গেছে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ। সুরমা নদীর পানিও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। সুনামগঞ্জে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবারহ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে