কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের (কুসিক) ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বুধবার) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। কুমিল্লা সিটির ভোটের সঙ্গে আজ পাঁচটি পৌরসভা, চারটি উপজেলা পরিষদ এবং দেড় শতাধিক ইউনিয়ন পরিষদেও ভোট হচ্ছে আজ।
কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোটার প্রায় ২ লাখ ৩০ হাজার। নির্বাচনে মেয়র পদে লড়ছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি’র সাবেক দুই নেতা মনিরুল হক সাক্কু এবং নিজাম। তবে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারে মধ্যে।
ভোটগ্রহণ উপলক্ষে নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে গোটা কুমিল্লা নগরী। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ৭৫টি তল্লাশি চৌকি। এছাড়া র্যাবের ৩০টি টহল দল, ১২ প্লাটুন বিজিবি, ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। কুসিক নির্বাচনে তিন হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে রয়েছেন। সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে যথাক্রমে ১৫ ও ১৬ জন করে পুলিশ রয়েছে। এছাড়া আনসারসহ গ্রাম পুলিশের সদস্যরাও কেন্দ্রে রয়েছে।
কুসিক নির্বাচনের সবগুলো কেন্দ্রেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া পাঁচটি পৌরসভা নির্বাচনও পর্যবেক্ষণ করা হচ্ছে সিসি ক্যামেরা বসিয়ে। সব মিলিয়ে মোট এক হাজার ৪৪০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের প্রবেশ পথে।
মোট ১০৫টি কেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।