আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় একটি আইন সংস্থার ভবনে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৬ জন।
বৃহস্পতিবার (৯ই জুন) দেশটির দেগু শহরে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি’র।
পুলিশ জানায়, তারা এ ঘটনার কারণ অনুসন্ধান করছেন। তবে ধারণা করা হচ্ছে, এটি অগ্নি সন্ত্রাসের ঘটনা হতে পারে।
৫০ বছর বয়সি সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ কর্মকর্তারা। তারা আরও জানান, স্থানীয় সময় সকাল ১০.৫৫ মিনিটের দিকের এ ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য ১৫০ এর বেশি দমকলকর্মীকে নিয়োজিত করা হয়। ২০ মিনিটের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হওয়ায় অধিকাংশ আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।