নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী করোনার গণটিকার বুস্টার ডোজ সপ্তাহ শুরু আজ। আগামী ১০ই জুন পর্যন্ত প্রায় ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে।
গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তার বেশি বয়সী, যাদের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হয়েছে তারাই বুস্টার ডোজ নিতে পারবেন। এই সাতদিনের যে কোন দিন নিকটস্থ টিকাদানকেন্দ্রে গিয়ে তৃতীয় ডোজ গ্রহণ করা যাবে বলে জানানোনো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সব টিকাদান কেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে। টিকাগ্রহণের জন্য সাথে টিকাকার্ড নিয়ে যেতে হবে। একই সাথে করোনা ভ্যাকসিন দেয়ার স্বাভাবিক কার্যক্রমও চলবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৭৯৫ জনকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৬ লাখ ১ হাজার ১৩৩ জনকে দ্বিতীয় ডোজ এবং ১ কোটি ৫১ লাখ ৬৫ হাজার ৯৪৯ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।