বিশেষ প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ভারত:
বুধবার সন্ধ্যায় ভারতের কাকদ্বীপে মুড়িগঙ্গা নদীতে ভাসতে থাকা ভেলা থেকেএক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাল কাকদ্বীপের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে যে, ওই কিশোরীর বাড়ির সাগর থানার মৃত্যুঞ্জয় নগরে। নাম শ্রাবণী মালাকার, স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার দুপুরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর কেউটে সাপ তাকে দংশন করে। বাড়ির লোকজন তাকে নিয়ে স্থানীয় ওঝার কাছে ঝাড়ফুঁক করতে যায়। তারপর অবস্থার অবনতি দেখে তাকে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে এন্টিভেনাম দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু সেই রাতেই তার মৃত্যু ঘটে। পরেরদিন তাকে একটি সুন্দর ভেলায় চাপিয়ে মুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
বিষয়টি পুলিশের নজরে এলে তল্লাশি শুরু হয় এবং বুধবার সন্ধ্যায় নদী থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ময়না তদন্তের পর মৃতদেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। মৃতার পিতা সুব্রত মালাকার ময়না তদন্তের জন্য পুলিশের হাতে দেহ দিতে প্রথমে অস্বীকার করে। কাকদ্বীপ মহকুমার সরকারি মুখরিত স্বাস্থ্য আধিকারিক অভিশেক রয় ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। স্থানীয় বিজ্ঞান মঞ্চের সদস্যরা এই ঘটনায় যারপরনাই বিপর্যস্ত। আজ কুসংস্কার বিরোধী জনসচেতনতার প্রসারে সাগর থানার পুলিশ স্বাস্থ্যকর্মী ও ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা মাইক নিয়ে প্রচার কাজে সামিল হন ।