ক্রীড়া ডেস্ক:
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাব ভালোই দিচ্ছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিন শেষে ১৯ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে ৭৬ রান।
টাইগাররা প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে ৩২১ রানে।
৬৬ বলে ৩১ রান নিয়ে মাহমুদুল হাসান জয় ও ৫২ বলে ৩৫ রান নিয়ে তামিম ইকবাল অপরাজিত আছেন।
এর আগে, দ্বিতীয় দিনে নাঈম ইসলাম ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে ৩৯৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা দল।
আজ (১৬ই মে) চট্টগ্রামে দিনের প্রথম সেশনের শেষ ভাগ ও দ্বিতীয় সেশনের শুরুর ভাগে মাত্র ২০ বলের মধ্যে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের দ্রুত অলআউটের যে সম্ভাবনা জাগিয়েছিলেন নাইম হাসান ও সাকিব আল হাসান, সেটি পুরোপুরি থমকে যায় বিশ্ব ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের নবম উইকেট জুটিতে।
এরপর দশম উইকেটেও ম্যাথিউজের সাথে জুটি গড়েন বিশ্বা ফার্নান্দো। তাদের কল্যাণে ৩৯৭ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। তবে ৩৯৭ বলে ১৯৯ রান করেন ম্যাথিউজ।
এদিকে, নাঈম হাসান প্রথম দিন ২ উইকেট নেওয়ার পর সোমবার নিয়েছেন আরও ৪টি। সবমিলিয়ে ১০৫ রানে মোট ৬ উইকেট। আর সাকিব নেন ৩ উইকেট।