মোঃমোস্তাফিজুর রহমান, খুলনা প্রতিনিধি :
রূপসায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নৈহাটী ইউনিয়ন ইমাম পরিষদের স্বাগত মিছিল শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাগমারা দারুস সালাম সালাম জামে মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ মিছিলটি পূর্ব রূপসা বাস স্ট্যান্ডে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।
নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতী হেলাল উদ্দিন শিকারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আবুল হাসান হামিদীর পরিচালনায় বক্তৃতা করেন মাওলানা মাসুদুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মিজানুর রহমান,হাবিবুল্লাহ ভুইঁয়া ও মাওলানা তরিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি দাবি জানায়। এছাড়া হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান দিনের বেলা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি আহবান জানান। মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মুসল্লীরা অংশ গ্রহণ করে।