বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:

‘যুগে যুগে খেরোর খাতা’ পত্রিকা সংসদের আন্তরিক উদ্যোগে ও নীল দিগন্ত সংস্কৃতি চর্চার সহযোগিতায় ২৫০ বছরে রাজা রামমোহন রায় ও ২০০ বছরে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধার্ঘ্য এবং সাহিত্য সভার আয়োজন করা হয় রায়দিঘি মধুসূদনের চক বিদ্যুৎ ভবনে ।অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কবি ও সাংবাদিক শ্রীমন্ত মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রা শিল্পী লক্ষ্মী গিরি, প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাহিত্যিক ও সাংবাদিক নিশিকান্ত সামন্ত। স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন তারাপদ দাস,বলাই দোলুই, অর্ধেন্দু মৌলে, রনজিত জাতুয়া, নীলিমা সৎপতি, বিমলচন্দ্র হালদার ,স্বদেশচন্দ্র মাইতি, অমরেন্দ্র কালাপাহাড়, জ্যোতিষ প্রামানিক, সুজিত হালদার, রামকৃষ্ণ মন্ডল , গৌর প্রামানিক , অমলেন্দু বিকাশ দাস, শংকর হালদার প্রমুখ জেলার বিভিন্ন বিভিন্ন কবি। পূর্ব মেদিনীপুর জেলা থেকে আগত শতাধিক কবি সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন অনুষ্ঠানের সভাপতি লক্ষ্মী গিরি ও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন নিশিকান্ত সামন্ত। রাজা রামমোহন ও যুগে যুগে খেরোর খাতা পত্রিকার সম্পাদক বিদ্যুৎ কুমার তু্ং তার স্বাগত ভাষণে জানান এই পত্রিকার মাধ্যমে বেদ ও উপনিষদ এর মূলভাব তুলে ধরে জনসাধারণের কাছে পৌঁছে দেয়ায় তার মূল লক্ষ্য। এর সাথে পত্রিকায় আমাদের বেদ উপনিষদ ও পুরানো মর্মার্থ অনুষ্ঠানের প্রধান অতিথি নিশিকান্ত সামন্ত রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী এবং তাদের কার্যাবলী সম্পর্কে আলোকপাত করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ক্ষুদ্র পত্র পত্রিকা প্রকাশিত হচ্ছে তাতে স্থানীয় অঞ্চলের খবরা-খবর দিয়ে তার গুরুত্ব বাড়ানোর কথা বলেন। এদিন অনুষ্ঠানে জ্যোতিষ পরামানিক -এর কাব্যগ্রন্থ “বান্ধব” বইটির আবরণ উন্মোচন করেন কবি ও শিক্ষক বিমল হালদার । খুদা বাড়াও বইটির আবরণ উন্মোচন করেন লক্ষ্মী গিরি। যুগে যুগে খেরোর খাতা নামক বইটির আবরণ উন্মোচন করেন লক্ষ্মী গিরি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে