বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা, ভারত:
দক্ষিণ চব্বিশ পরগণা জেলা সংস্কৃতি পরিষদ ১৯৭৬ সালে প্রথম গুণিজন সম্বর্ধনা প্রবর্তন করে। জেলার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য কৃতী ও গুণী ব্যক্তিদের প্রতি বছর ২৬ শে জানুয়ারি সম্বর্ধনা জানানো হয়ে থাকে।
কিন্তু করোনা ও প্রশাসনিক বাধ্যবাধকতার কারণে এবার দিন পরিবর্তন করে ২০ মার্চ সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হলো। জেলার বিশিষ্ট ব্যক্তিদের নামাঙ্কিত পদক ও মানপত্র দিয়ে সম্বর্ধিত করা হয়।
সভার উদ্বোধন করেন ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী ত্যাগব্রতানন্দ মহারাজ। সভায় পৌরোহিত্য করেন সরিষা রামকৃষ্ণ মিশন বেসিক ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষা গায়ত্রী যতি। বিশিষ্ট অতিথি ও বক্তাদের মধ্যে ছিলেন সংস্কৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও শিক্ষাবিদ কামদেব শাসমল, বিশিষ্ট কবি দীপক হালদার ,বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ডহারবার পৌর প্রধান প্রণব কুমার দাস, উপ পৌরপ্রধান রাজর্ষি দাস প্রমুখ। স্বাগত ভাষণ দেন সংস্কৃতি পরিষদের সভাপতি অধ্যাপক মাধাই বৈদ্য । সাধারণ সম্পাদক তপনকান্তি মণ্ডল সংস্কৃতি পরিষদের কার্যাবলী ও আগামী দিনের রূপরেখা সংক্ষেপে তুলে ধরেন এবং উপস্থিত অতিথি অভ্যাগত ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।
বিভিন্ন ক্ষেত্রে যাঁরা সংবর্ধিত হলেন তাঁদের মধ্যে আছেন আদর্শ জাতীয়তাবাদী কর্মী ঢোলাহাট থানার কেওড়াতলা নিবাসী নিকুঞ্জ বিহারী কামার (গঙ্গাধর হালদার পদক), পাথরপ্রতিমার বাসিন্দা আদর্শ সমাজসেবী ৯০ বছর বয়স্ক ভুবনচন্দ্র পাত্র (প্রিয়নাথ যতি পদক), কাকদ্বীপ নিবাসী বিশিষ্ট কবি ইন্দ্রনীল দাস (পন্ডিত মহেন্দ্রনাথ তত্ত্বনিধি পদক), লোকসংস্কৃতি গবেষক বারুইপুরের ডঃ দেবব্রত নস্কর (গৌর মোহন হালদার পদক), সুন্দরবনের নৃতত্ত্ব গবেষক জয়নগর-মজিলপুরের সঞ্জয় ঘোষ (বরেন্দ্র কুমার বৈদ্য পদক), মথুরাপুর থানার বিশিষ্ট শিক্ষক চন্দন কুমার মাইতি (নরেন্দ্রনাথ পুরকাইত পদক), সুন্দরবন বান্ধব ও গবেষক নাজিমুল ইসলাম মন্ডল (অনুরূপা দেবী পদক), কৃতী সাংবাদিক দিগ্বিজয় চৌধুরী (সাংবাদিক অনল মন্ডল পদক), উস্থির বাঁশপাল্লা নিবাসী প্রখ্যাত যাত্রা শিল্পী কিংবদন্তী নায়িকা মীনা কুমারী (সত্যেন্দ্র নাথ মন্ডল পদক), বাসন্তী থানার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ বাসুদেব ভট্টাচার্য (ডাঃ পুলিনবিহারী বৈদ্য পদক), বিষ্ণুপুর থানার বাখরাহাট নিবাসী বিশিষ্ট ক্রীড়াবিদ ও ভারোত্তোলক (জগদীশ- যমুনা হালদার পদক), বজবজের সুকুমার চন্দ্র ঘোষ,সাহিত্যব্রতী সমাজসেবক (সংস্কৃতি পরিষদ পদক), সাগর থানার ফুলবাড়ী এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে পরিবেশ উন্নয়ন পরিষদ-এর পক্ষে সম্পাদক ডঃ অমলেশ মিশ্র ( শহীদ আশুতোষ দলুই পদক)। সভায় সমবেত সংগীত পরিবেশন করে সুব্রত মণ্ডল ও তৃষ্ণা মণ্ডল পরিচালিত স্বরবিতান শিল্পী গোষ্ঠী এবং একক সঙ্গীত পরিবেশন করেন কৃত্তিকা মন্ডল। সংবর্ধনা সভার শেষে দক্ষিণ চব্বিশ পরগণা জেলা কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক নিশিকান্ত সামন্ত।