মোঃ মাসুদ রানা দুপচাঁচিয়া, বগুড়া :
দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে চোরাই মটর সাইকেলসহ গত ৯ মার্চ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়,
জনৈক মোঃ লিটন প্রামানিক(৩৪), পিতা-মোঃ আব্দুল বাছেদ প্রাং, সাং-আটগ্রাম বেলহালী, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া গত ০৩/০৩/২০২২ তারিখ তার বোন জামাই মোঃ লুৎফর সোনার(৪০), পিতা-মৃত নূরুল সোনার, সাং-চামরুল, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া এর মা মারা যাওয়ার কারণে নামাজে জানাযায় অংশগ্রহনের জন্য যায়। তার ব্যবহৃত মটর সাইকেলটি তার বোন জামাই এর বাড়ির পূর্ব পাশে রেখে গত ০৩/০৩/২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় জানাযায় অংশগ্রহন করেন। জানাযা শেষ করে সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকার সময় মটর সাইকেল নিতে গিয়ে দেখেন যেখানে মটর সাইকেলটি রেখেছে সেখানে নাই। সে তার বোন জামাইসহ স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করেও মটর সাইকেলটি কোথাও খুজে পায় না। পরবর্তীতে বিষয়টি দুপচাঁচিয়া থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ পুলিশি তৎপরতা শুরু করে। এক পর্যায়ে পুলিশ জানতে পারে যে, আসামী ১। মোঃ ওবায়দুল শাহ(৩৫), পিতা-মোঃ আঃ জব্বার, ২। মোঃ রুবেল(৪০), পিতা-মোঃ মান্নান, ৩। মোঃ হারুন(৪২), পিতা-মোঃ সামছুল, সর্ব সাং-চামরুল, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াসহ অজ্ঞাতনামা ২/৩ উক্ত লিটন প্রামানিক এর একটি কালো রংয়ের রেজিস্ট্রেশন বিহীন ৫০ সিসি পুরাতন KINGTON মটর সাইকেল যাহার ইঞ্জিন নং- KT139FMB *06113080*, চেসিস নং- CBL0160300088, ইঞ্জিন মডেল-50ML, মূল্য অনুমান ২০,০০০ (বিশ হাজার) টাকা চুরি করেছে। পুলিশি তৎপরতায় আসামীগণ লিটন প্রামানিক এর বোন জামাই মোঃ লুৎফর এর নিকট মটর সাইাকেল খানা ফেরত দেয়। পরবর্তীতে লিটন প্রামানিক বিভিন্ন জনপ্রতিনিধি ও পরিবারের লোকজনের সাথে আলোচনা করে থানায় এসে উক্ত ০৩(তিন) জন আসামীসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে দুপচাঁচিয়া থানায় একটি পেনাল কোড আইনের ৩৭৯/৪১১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলাটি এসআই(নিঃ) মোঃ এরশাদ আলী তদন্ত করছেন। তদন্তকারী অফিসার আসামীদের নিকট থেকে পাওয়া মটর সাইকেল উদ্ধার করে জব্দ করেছেন। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামী ১। মোঃ ওবায়দুল শাহ(৩৫) ও ২। মোঃ হারুন(৪২ ‘দেরকে অভিযান পরিচালনা করে গত ০৯/০৩/২০২২ তারিখ দিবাগত রাত্রী ০৩.০০ ঘটিকার দিকে তাহাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। উভয় আসামীকে ০৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
এছাড়াও পৃথক ০১ টি অভিযানে এসআই মোঃ মোসাদ্দেকুল ইসলাম, এএসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ০৯/০৩/২০২২ তারিখে দিবাগত রাত্রীতে ওয়ারেন্ট ভুক্ত ১।  মোঃ আজিজুল শেখ, পিতা-মৃত মোজাম্মেল শেখ, সাং-চক সুখানগাড়ী, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া গ্রেফতার হয়।
সকল আসামীদের’কে আজ বৃহস্পতিবার ৯ মার্চ বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে মর্মে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে