Dhaka ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে ০৬ মাদক কারবারিসহ গ্রেপ্তার – ৮

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ৭৮ Time View
মোঃমাসুূদ রানা,দুপচাঁচিয়া, বগুড়া :
দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে মাদক কারবারী ৮জনকে গত ৭ মার্চ রাত্রীতে  গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
দুপচাঁচিয়া থানা পুলিশ কতৃক জানা যায়,
এসআই(নিঃ)/মোঃ রাসেল আহম্মেদ, দুপচাঁচিয়া থানা, বগুড়া সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই (নিঃ)/মোঃ আমিনুল ইসলাম, এএসআই(নিঃ)/কমল চন্দ্র,  মোঃ মাসুদ রানাগণ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে চামরুল ইউপির পোড়াপাড়া গ্রামস্থ জনৈক মোঃ দিলবর প্রামানিক এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে হিয়ারিং রাস্তার উপর আসামী ১। মোঃ সোহেল রানা সুমন (৩৫), পিতা-মোঃ আঃ রশিদ, সাং-মোস্তফাপুর, ২। মোঃ দিলবর প্রাং (৪০), পিতা-মৃত আকবর প্রাং, ৩। মোঃ শামীম প্রাং (২৪), পিতা-মোঃ নজরুল প্রাং, উভয় সাং-পোড়াপোড়া, সকলের থানা-দুপচাঁচিয়া,  জেলা-বগুড়াদেরকে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ নিজ হেফাজত হতে ০৩ পাতায় সর্বমোট (১০+১০+১০) =৩০(ত্রিশ)পিচ যার(৩০x০.১)=৩ গ্রামসহ ০৭/০৩/২০২২ তারিখ ০৫.৫৫ ঘটিকায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীদের নিজ নিজ হেফাজত মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
উক্ত ঘটনায় দুপচাঁচিয়া থানা পুলিশের
এসআই(নিঃ)/মোঃ রাসেল আহম্মেদ বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মোঃ সোহেল রানা সুমন (৩৫), মোঃ দিলবর প্রাং (৪০), মোঃ শামীম প্রাং (২৪) গণের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।
দুপচাঁচিয়া থানার অপর একটি মাদক বিরোধী অভিযানে এসআই(নিঃ)/মোঃ বকুল হোসেন, দুপচাঁচিয়া থানা, বগুড়া সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/মোঃ মামুনুর রশিদ, মোঃ আনোয়ার হোসেন, ডিএম কামরুল ইসলামগণ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গুনাহার ইউপিস্থ বেড়াগ্রাম থেকে রায়কালী গামী পাকা রাস্তার কামারুর মোড়ে আসামী ১। শাকিল মন্ডল(২২), পিতা-সেলিম মন্ডল, ২। কুদ্দুস ফকির(৪৪), পিতা-আয়ের উদ্দিন, উভয় সাং-শহরকুড়ি, ৩। মোঃ ছামছুদ্দিন মন্ডল, সিহাব(২৩), পিতা-আবু সুলতান, আনোয়ার হোসেন মন্ডল, সাং-বেরুঞ্জ, সকলের থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াদেরকে ১.একটি সাদা পলিথিনে রক্ষিত সাদা কাগজে মোড়ানো মাদকদ্রব্য গাঁজা, যার ৩০(ত্রিশ) গ্রাম, ও icon কোম্পানীর একটি কালো রংয়ের বাটন মোবাইল ফোন যাহার মডেল নং i72, ২. একটি লাল কালো রংয়ের টি.ভি.এস এ্যাপাসি ১৫০ সিসির মটর সাইকেল যাহার রেজিঃ নং গাইবান্দা-ল ১১-২৩৮৮ ও Linnex কোম্পানীর নিল রংয়ের একটি বাটন মোবাইল যাহার মডেল নং LE01, ৩. স্যামফনি কোম্পানীর নিল কালো রংয়ের একটি এ্যান্ডোয়েড মোবাইল ফোন যাহার মডেল নং Z16  ও একই কোম্পানীর একটি কালো লাল রংয়ের বাটন মোবাইল ফোন যাহার মডেল নং B12+ সহ ০৭/০৩/২০২২ খ্রিঃ রাত্রী ১০.০৫ ঘটিকায় গ্রেফতার করেন এবং সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
এই ঘটনায় দুপচাঁচিয়া থানা পুলিশের
এসআই(নিঃ)/মোঃ বকুল হোসেন বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শাকিল মন্ডল(২২), কুদ্দুস ফকির(৪৪),মোঃ ছামছুদ্দিন মন্ডল,  সিহাব(২৩)গণের এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।
এছাড়াও পৃথক অপর ০২ টি অভিযানে এসআই মোঃ মোসাদ্দেকুল ইসলাম, এসআই মোঃ এরশাদ আলী দুপচাঁচিয়া থানা ফোর্সের সহায়তায় ইং ০৭/০৩/২০২২ তারিখে দিবাগত রাত্রীতে ওয়ারেন্ট ভুক্ত ১। আসামী মোঃ রফিকুল ইসলাম(৩৪), পিতা-মোঃ আফাজ উদ্দিন, সাং-সরদারপাড়া, ২।  আসামী  মোঃ রাসেল আহম্মেদ(২১), পিতা-মৃত আব্দুস সোবাহান, সাং-তারাজুন, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াদ্বয় গ্রেফতার করা হয়।
সকল আসামীদের’কে আজ  ৮ মার্চ মঙ্গলবার বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে মর্মে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ নিশ্চিত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে ০৬ মাদক কারবারিসহ গ্রেপ্তার – ৮

Update Time : ০৪:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
মোঃমাসুূদ রানা,দুপচাঁচিয়া, বগুড়া :
দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে মাদক কারবারী ৮জনকে গত ৭ মার্চ রাত্রীতে  গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
দুপচাঁচিয়া থানা পুলিশ কতৃক জানা যায়,
এসআই(নিঃ)/মোঃ রাসেল আহম্মেদ, দুপচাঁচিয়া থানা, বগুড়া সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই (নিঃ)/মোঃ আমিনুল ইসলাম, এএসআই(নিঃ)/কমল চন্দ্র,  মোঃ মাসুদ রানাগণ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে চামরুল ইউপির পোড়াপাড়া গ্রামস্থ জনৈক মোঃ দিলবর প্রামানিক এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে হিয়ারিং রাস্তার উপর আসামী ১। মোঃ সোহেল রানা সুমন (৩৫), পিতা-মোঃ আঃ রশিদ, সাং-মোস্তফাপুর, ২। মোঃ দিলবর প্রাং (৪০), পিতা-মৃত আকবর প্রাং, ৩। মোঃ শামীম প্রাং (২৪), পিতা-মোঃ নজরুল প্রাং, উভয় সাং-পোড়াপোড়া, সকলের থানা-দুপচাঁচিয়া,  জেলা-বগুড়াদেরকে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ নিজ হেফাজত হতে ০৩ পাতায় সর্বমোট (১০+১০+১০) =৩০(ত্রিশ)পিচ যার(৩০x০.১)=৩ গ্রামসহ ০৭/০৩/২০২২ তারিখ ০৫.৫৫ ঘটিকায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীদের নিজ নিজ হেফাজত মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
উক্ত ঘটনায় দুপচাঁচিয়া থানা পুলিশের
এসআই(নিঃ)/মোঃ রাসেল আহম্মেদ বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মোঃ সোহেল রানা সুমন (৩৫), মোঃ দিলবর প্রাং (৪০), মোঃ শামীম প্রাং (২৪) গণের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।
দুপচাঁচিয়া থানার অপর একটি মাদক বিরোধী অভিযানে এসআই(নিঃ)/মোঃ বকুল হোসেন, দুপচাঁচিয়া থানা, বগুড়া সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/মোঃ মামুনুর রশিদ, মোঃ আনোয়ার হোসেন, ডিএম কামরুল ইসলামগণ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গুনাহার ইউপিস্থ বেড়াগ্রাম থেকে রায়কালী গামী পাকা রাস্তার কামারুর মোড়ে আসামী ১। শাকিল মন্ডল(২২), পিতা-সেলিম মন্ডল, ২। কুদ্দুস ফকির(৪৪), পিতা-আয়ের উদ্দিন, উভয় সাং-শহরকুড়ি, ৩। মোঃ ছামছুদ্দিন মন্ডল, সিহাব(২৩), পিতা-আবু সুলতান, আনোয়ার হোসেন মন্ডল, সাং-বেরুঞ্জ, সকলের থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াদেরকে ১.একটি সাদা পলিথিনে রক্ষিত সাদা কাগজে মোড়ানো মাদকদ্রব্য গাঁজা, যার ৩০(ত্রিশ) গ্রাম, ও icon কোম্পানীর একটি কালো রংয়ের বাটন মোবাইল ফোন যাহার মডেল নং i72, ২. একটি লাল কালো রংয়ের টি.ভি.এস এ্যাপাসি ১৫০ সিসির মটর সাইকেল যাহার রেজিঃ নং গাইবান্দা-ল ১১-২৩৮৮ ও Linnex কোম্পানীর নিল রংয়ের একটি বাটন মোবাইল যাহার মডেল নং LE01, ৩. স্যামফনি কোম্পানীর নিল কালো রংয়ের একটি এ্যান্ডোয়েড মোবাইল ফোন যাহার মডেল নং Z16  ও একই কোম্পানীর একটি কালো লাল রংয়ের বাটন মোবাইল ফোন যাহার মডেল নং B12+ সহ ০৭/০৩/২০২২ খ্রিঃ রাত্রী ১০.০৫ ঘটিকায় গ্রেফতার করেন এবং সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
এই ঘটনায় দুপচাঁচিয়া থানা পুলিশের
এসআই(নিঃ)/মোঃ বকুল হোসেন বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শাকিল মন্ডল(২২), কুদ্দুস ফকির(৪৪),মোঃ ছামছুদ্দিন মন্ডল,  সিহাব(২৩)গণের এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।
এছাড়াও পৃথক অপর ০২ টি অভিযানে এসআই মোঃ মোসাদ্দেকুল ইসলাম, এসআই মোঃ এরশাদ আলী দুপচাঁচিয়া থানা ফোর্সের সহায়তায় ইং ০৭/০৩/২০২২ তারিখে দিবাগত রাত্রীতে ওয়ারেন্ট ভুক্ত ১। আসামী মোঃ রফিকুল ইসলাম(৩৪), পিতা-মোঃ আফাজ উদ্দিন, সাং-সরদারপাড়া, ২।  আসামী  মোঃ রাসেল আহম্মেদ(২১), পিতা-মৃত আব্দুস সোবাহান, সাং-তারাজুন, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াদ্বয় গ্রেফতার করা হয়।
সকল আসামীদের’কে আজ  ৮ মার্চ মঙ্গলবার বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে মর্মে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ নিশ্চিত করেন।