মোঃমাসুদ রানা,দুপচাঁচিয়া, বগুড়া :
গত ৬ মার্চ বিকালে দুপচাঁচিয়া থানা পুলিচশ জুয়ারী সহ ৪ জন ব্যাক্তি কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
দুপচাঁচিয়া থানা সুত্রে জানা যায়, এসআই(নিঃ)/ মোঃ বকুল হোসেন, দুপচাঁচিয়া থানা, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/মোঃ মামুনুর রশিদ, এএসআই(নিঃ)/মোঃ মামুনুর রশিদগণ দুপচাঁচিয়া থানা এলাকায় জুয়া নিরোধ কল্পে বিশেষ অভিযান পরিচালনা কালে নিমাইকোলা সাকিনস্থ জনৈক মোঃ ধলু প্রামানিক এর পুকুরের দক্ষিণ এবং নাগর নদের উত্তর পার্শ্বে বাঁশ ঝাড় থেকে আসামী ১।মোঃ আক্তার মিয়া(৪৭), পিতা-মৃত আমিন উদ্দিন মিয়া, সাং- চকলোকমান, থানা-বগুড়া সদর, ২। মোঃ আঃ হালিম(৩৫), পিতা-মৃত মুনছুর ওরফে মনছের আলী, সাং-দুরুলিয়া, থানা-শাজাহানপুর, ৩।মোঃ ছাব্বির চৌধুরী (২৪), পিতা-মৃত আসলাম চৌধুরী, সাং-ধাপ সুখানগাড়ী, থানা-দুপচাঁচিয়া, সকলের জেলা-বগুড়াকে  নগদ অর্থ ৪০২০/-(চার হাজার বিশ) টাকা,  ০২(দুই) সেট জুয়া খেলার তাস, ০১(এক) টি কালো রংয়ের পলিথিন কাগজসহ ০৬/০৩/২০২২ খ্রিঃ বিকাল ০৪.৫০ ঘটিকায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর নিকট হতে প্রাপ্ত আলামত গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
উল্লেখিত ঘটনায় এসআই(নিঃ)/মোঃ বকুল হোসেন বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে  জুয়া আইনে ১।মোঃ আক্তার মিয়া, ২। মোঃ আঃ হালিম, ৩।মোঃ ছাব্বির চৌধুরীসহ অজ্ঞাত নামা ১৫ আসামি বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
অপর দিকে দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ
অভিযানে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত অপহরণ মামলার এজাহারনামীয় ০১ আসামি গ্রেপ্তার হয়েছে।
 উক্ত আসামির নাম মোঃ এমদাদুল হক (৪০), পিতা-মৃত আজিজার রহমান গ্রাম গোবিন্দপুর প্রামানিক পাড়া থানা দুপচাঁচিয়া জেলা বগুড়া। তার বিরুদ্ধে অপহরণ কাজে সহায়তার অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে গত ২৩/০২/২০২২ খ্রিস্টাব্দ ০৫.০০ ঘটিকায় দুপচাঁচিয়া থানা খিহালি মহিলা মাদ্রাসার সামনে রাস্তা থেকে খিহালী চকপাড়া গ্রামের মোঃ আতাউর রহমান এর নাবালিকা কন্যা মোছাঃ আরজুমান অপহৃত হয় বলে এজাহার সূত্রে জানা যায়।
উক্ত আসামীদের’কে আজ ৭ ই মার্চ রোজ সোমবার  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে নিশ্চিৎ করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে