খুলনা প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনার ডুমুরিয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপটে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) সকালে স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ’র নেতৃত্বে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা স্বাধীনতা চত্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বঙ্গবন্ধুর ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ’ প্রচার করা হয়। পরে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।আরো উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ,আ’লীগ নেতা শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার প্রমূখ।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন ও কর্ম তুলে ধরে চিত্র প্রদর্শনী, ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ’-এর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী,  শিক্ষার্থীদের অংশ গ্রহণে মুক্তিযুদ্ধো বিষয়ক চিত্রাংকণ প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পূষ্পমাল্য অর্পন করা হয়। অনুরুপ ভাবে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ,ডুমুরিয়া কলেজ,পল্লীশ্রী কলেজসহ উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্যে মর্যাদায় দিবসটি পালন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে