আশরাফুল ইসলাম সুমন, সিংড়া:
নাটোরের সিংড়ায় বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে।
সোমবার সকাল ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত মো. রাসেল (২৫) নন্দীগ্রাম উপজেলার দাঁতমানিকা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ী। স্বেচ্ছায় রক্তদানের সংগঠন রনবাঘা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ছিলেন রাসেল।
জানা যায়, সোমবার সকালে সিংড়া দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ভাতিজাকে রেখে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।