নিজস্ব প্রতিবেদক :
বগুড়া-নাটোর মহাসড়কের শাহজাহানপুর থানার গোহাইল বাসস্ট্যান্ডে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (৪৮) নামে একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
জানা গেছে, ১৫ই জানুয়ারি শনিবার বাদ মাগরিব মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে, মোটরসাইকেলে আরোহণরত অবস্থায় গোহাইল বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি গরু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হলে মারাত্মক রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গোহাইল ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি হাসি-খুশি ও বন্ধুসুলভ আচরণের জন্য ছাত্র-ছাত্রীদের অনেক প্রিয় শিক্ষক হিসাবে এলাকায় সুনাম অর্জন করেন। তার একমাত্র ছেলে ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত এবং একমাত্র মেয়ে ৭ম শ্রেণিতে পড়ে। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।