বিদ্রোহী কবি
-রাজ কালাম

প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
পড়ি যখন তোমার কবিতা “বল বীর
বল বীর বল উন্নত মম শীর”,
রক্ত করে টগবগ, ইচ্ছে করে বজ্রকণ্ঠে
প্রতিবাদ করি,থাকতে পারিনা স্থির।

লেখার মধ্য দিয়ে অনুপ্রাণিত করেছ
প্রতিবাদ করতে শিখিয়েছ,লিখে গেছ
হাজার হাজার কবিতা, গজল আর গান,
তাইতো তুমি মরেও হয়েছ অমর, জয় করে
নিয়েছ কোটি কোটি মানুষের ভালোবাসা
তুমি যে সকল কবি- লেখকের প্রাণ।

কত নামে ডাকে তোমায়, তুমি ধুমকেতু
তুমি তারাক্ষ্যাপা,তুমি দুখু মিয়া
তুমি বাগনাল,তুমি নরু,তুমি নুরু,
সত্যি কথা বলতে কি তুমি
লাখো কবি- লেখকের মাঝে
তুমি অনন্য, তুমি অতুলনীয়, তুমি যে গুরু।

কত উপাধি তোমার, বিদ্রোহী, সাম্যবাদী
মানুষের কবি,যুগের কবি, ব্যাঙাচী কবি,
মৈত্রীর কবি,হাবিলদার কবি,তুমি যে বুলবুল,
তাইতো তোমায় নিয়ে এখনও দেশ -বিদেশে
গবেষণা হয় প্রতিটিক্ষণ,প্রতিটিদিন
তোমাতে আমরা সবাই মশগুল।

তুমি যেখানে ব্যস্ত ছিলে সত্য প্রকাশে
রচনা করেছ সাম্যবাদী,জাগো সৈনিক-আত্মা,
অগ্নিবীণা, বিদ্রোহী, নির্ঝর,ককটেল,
আর আজকের যুগের কবি-লেখকরা
ব্যস্ত সেখানে কোন না কোন
রাজনৈতিক দলকে মাখাতে তেল।

পরিশেষে বর্তমান সকল কবি-লেখকদের
মিনতি করে বলি,নজরুলের জীবনী থেকে শিক্ষা
নিয়ে আসুন সবাই ন্যায়ের কলম ধরি,
সত্য প্রকাশের শপথ নিয়ে ভয়-ভীতি ফেলে
যাবো লিখে, নতিস্বীকার করে
হটবোনা পিছু, তাতে বাঁচি কিংবা মরি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে