মহীতোষ গায়েন, মফস্বল সম্পাদক,পশ্চিমবঙ্গ :

২০ নভেম্বর সকাল ১১.৩০ মিনিটে কলকাতার মহাবোধি সোসাইটিতে সাজি পত্রিকার পারিজাত সম্মেলনে একটি ঘরোয়া সাংস্কৃতিক পরিমণ্ডলে এই সময়ের একটি শ্রেষ্ঠ লিটল ম‍্যাগাজিন “সাজি” -র শারদ সংখ্যা ও বিভিন্ন জেলা শাখার মাসিক নভেম্বর সংখ্যা প্রকাশিত হলো প্রধান সম্পাদক হেমন্ত সরখেল ও বিভিন্ন জেলা শাখার সম্পাদকদের হাত ধরে। সাজি পরিবারের মনোজ্ঞ এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক লেখক( কবি,সাহিত্যিক,সম্পাদক) উপস্থিত ছিলেন। এই পারিজাত সম্মেলন মঞ্চটি লিটল ম‍্যাগাজিন ‘অপরাজিত’-র সম্পাদক প্রয়াত সন্দীপ দাসের নামে উৎসর্গ করা হয়,মঙ্গল প্রদীপ প্রজ্বলনের পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পত্রিকার কেন্দ্রীয় কার্যনির্বাহী সম্পাদক শর্মিষ্ঠা সাহা।আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখার পর কবি সম্মেলনে ৩টি পর্যায়ে প্রায় ৪০ জন কবি কবিতা পাঠ করেন। বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল সাহিত্য বিষয়ক বক্তব্য রাখেন।এরপর সাজির জেলা ভিত্তিক বিভিন্ন শাখা সম্পাদক ও প্রধান সম্পাদক হেমন্ত সরখেলের এর হাত ধরে মাসিক ট‍্যাবলয়েড এর নভেম্বর সংখ্যা প্রকাশিত হয়। প্রধান সম্পাদক হেমন্ত সরখেল, সভাপতি অশোক রায়, কার্যনির্বাহী সম্পাদক শর্মিষ্ঠা সাহা ও কলকাতা শাখার সম্পাদক মহীতোষ গায়েন এই পত্রিকার আগামী সম্ভাবনা,সাংগঠনিক ভিত্তি, কর্মধারা ইত্যাদি বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি,পরিকল্পনা উপস্থাপনের পর কবিতা পাঠ করেন, এছাড়া কবিতা পাঠ করেন,শামসুল হক আজাদ,মাহামুদাল হাসান, রাজীব দত্ত,ব্রততী,অমিতাভ মিত্র,অমলেন্দু বিশ্বাস,ময়ূখ হালদারসহ অসংখ্য কবি। এরপর সাজির শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হয় এদিন।প্রথম পর্যায়ের কবিতা পাঠের পর হেমন্ত সরখেলের সাম্প্রতিক গ্রন্থ “গল্প না জল্পনা” ও শর্মিষ্ঠা সাহার কাব‍্যগ্রন্থ “শুক্তির ভেতর থেকে” আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত হয়।

নান্দনিক এই সাহিত্য অনুষ্ঠানটিতে কবিতা পাঠ,সাহিত্য আলোচনা,গ্রন্থ পাঠ,পত্রিকা প্রকাশের বিভিন্ন পর্বগুলি পরতে পরতে ছিল চিত্তাকর্ষক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে