বিনোদন ডেস্ক :
নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে মারা যান তিনি।
খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।
তিনি জানান, কায়েস চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পকলা একাডেমিতে রাখা হবে কায়েস চৌধুরীর মরদেহ।
বাদ জুম্মা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।