শাহ সুলতান বগুড়া জেলা প্রতিনিধিঃ
অদ্য ১৮ অক্টোবর সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবসে দুপচাঁচিয়া জাতীয় অনলাইন প্রেসক্লাবের পক্ষ হতে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার শত্রু ঘাতকদের নির্মম বুলেটের হাত হতে রক্ষা পায় নাই ছোট শিশু রাসেল। রাসেল যখন তাকে না মারার জন্য আকুতি মিনতি করেছিল,তবু তার কথা না শুনে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের সাথে তাঁকে নিষ্ঠুরতার সহিত হত্যা করা হয়। জাতি আজ গভীর ভাবে শেখ রাসেলকে স্বরণ করছে।
শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলের তোড়া প্রদানের সময় উপস্হিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃআব্দুস ছালাম মীর সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃমাছুদ রানা, কোষাধ্যক্ষ মোঃকাওছার আলী, কার্যনিবাহী সদস্য মোঃশফিকুল ইসলাম, মোঃ কবির খাঁনসহ আরো ক্লাবের সদস্যবৃন্দ।