■অণুগল্প

স্বাদ
মহীতোষ গায়েন

বহুদিন পর মহীবুল বৃষ্টিতে ভিজলো আজ, আকাশ গত রাত থেকে কেঁদে চলেছে, কার জন‍্য,কাদের জন‍্য?আবার কোন চক্রান্তের শিকার হতে চলেছে সে? কোন প্রহসন? নাকি সঠিক মূল্যায়ন ?
লাল হাওয়াই স‍্যান্ডেল পরে এক হাঁটু জল ভেঙে সে পোস্ট অফিস যায়,স্পীড পোস্ট করে,তারপর বাজারে গিয়ে ২টো ঈলিশ মাছ কেনে।মাছ-কাকু ৫০০ গ্রাম তাজা সরলা পুঁটি ব‍্যাগে জোর করে ঢুকিয়ে দিয়ে বলে ধনেপাতা নিয়ে যান,ঝোল খাবেন,কোনদিন স্বাদ ভুলবেন না,কোন্ স্বাদ পেতে চায় মহীবুল, তা সে নিজেই জানে না,সব জানে ঈশ্বর অথবা জালিয়াৎ,তারাই যে প্রকৃত স্বাদের অধীশ্বর!!!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে