বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করার সময় মালদ্বীপে ৩৯ বাংলাদেশিসহ ৪১ অভিবাসী শ্রমিক গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার হুলেমালেতে আন্দোলনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অভিবাসী কর্মীদের মধ্যে দু’জন ভারতীয় বলে জানা গেছে।

এদিকে মালদ্বীপ পুলিশ এক বিবৃতিতে বলেছে, পুলিশের সঙ্গে সংঘাতের কারণে ৪১ অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে মালদ্বীপ থেকে পাওয়া খবরে জানা গেছে, কয়েক মাস ধরে বেতন না পেয়ে ওই কর্মীরা আন্দোলন করছিল।

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির কারণে মালদ্বীপের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। দেশটিতে অনেক বাংলাদেশি বেকার হয়ে পড়েছেন। মালদ্বীপ সরকার অবৈধ কর্মীদের ফিরিয়ে আনতে বাংলাদেশকে অনুরোধ জানাচ্ছে। গত কয়েক মাসে কয়েক হাজার বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে