বিনোদন ডেস্ক:

ছেলে সন্তানের মা হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গের হাসপাতালের চিকিৎসকরা সংবাদমাধ্যমকে জানান, নুসরাত ও তার সন্তান সুস্থ আছেন। নবজাতকের ওজন ২ দশমিক ৯ কেজি। মায়ের সঙ্গেই রয়েছে সন্তান।

জানা গেছে, সন্তান জন্মদানের সময় নুসরাতের পাশেই ছিলেন তার প্রেমিক-অভিনেতা যশ দাশগুপ্ত। এটাই নাকি চেয়েছিলেন অভিনেত্রী। তাই প্রেমিকার ইচ্ছাপূরণে হাসপাতালে ছুটে যান যশ। সেখানে নুসরাত এবং নবজাতকের পূর্ণাঙ্গ খেয়াল রাখছেন এই অভিনেতা।

উল্লেখ্য, ২০১৯ সালে ভালোবেসে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। তবে মাত্র এক বছর টিকেছে তাদের সংসার। এরপর যশের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। গত এক বছর ধরে তারা একসঙ্গেই বসবাস করছেন বলে জানা যায়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া সবখানেই চুপ থেকেছেন এই জুটি।

প্রসঙ্গত, নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত জুটি বেঁধে অভিনয় করেছেন দুটি সিনেমায়। এর মধ্যে প্রথমটি হলো ‘ওয়ান’; যেটা মুক্তি পায় ২০১৭ সালে। এরপর ২০২০ সালে তারা ‘এসওএস কলকাতা’ নামের আরেকটি সিনেমায় কাজ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে