স্বাগতা অধিকারী, বিশেষ প্রতিনিধি কলকাতা:

বইপ্রেমীদের কাছে বইমেলা এক অন্যতম আকর্ষণ। তবে করোনা আবহে এই বছর বইমেলা হয়নি। তবে পরিস্থিতির উন্নতি হলে এ বছরের শেষে বইমেলা হতে পারে।

‘ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’ – এর তরফে জানানো হয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসেম্বরের শেষেই হবে বইমেলা। অন্যান্য বছর বইমেলা জানুয়ারী – ফেব্রুয়ারি মাসেই হয়ে থাকে। এই বছরের ডিসেম্বরে কেন বইমেলা এই বিষয়ে জানতে চাওয়া হলে গিল্ডের সভাপতি ত্রিদিববাবু বলেন, করোনা পরিস্থিতি ঘুরে ফিরে ভালো খারাপ হচ্ছে। পরিস্থিতি যখনই ভালো থাকবে, তখনই বইমেলা করে ফেলতে চাইছি। এছাড়াও তিনি বলেন বছরের শেষে বইমেলা হলে চলতি বছর এবং পরের বছর – দুই বছর বইমেলা একসঙ্গে করা যেতে পারে। অনলাইন এবং অফলাইন, দুইভাবেই বইমেলা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
করোনা আবহে বই প্রকাশনা সেরকম না হওয়ায়, এ বছরের শেষে বইমেলা হলেও তাতে কতগুলি প্রকাশনা সংস্থা তাতে অংশ নেবে তা নিয়ে সংশয় থেকেই যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে