টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে নবাগত সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম যোগদান করেছেন। আজ রবিবার (৮ আগস্ট) তিনি নন্দীগ্রামে যোগদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম বগুড়া সদরে বদলি হয়ে যান। এরপর নয়া সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম নন্দীগ্রামে যোগদান করেন। এরপূর্বে তিনি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে চাকুরি লাভ করেন। তিনি যোগদান করার পর উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের নিকট থেকে দায়িত্বগ্রহণ করেছেন। নবাগত সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, আমি নিয়মের মধ্য দিয়ে আন্তরিকতার সহিত নন্দীগ্রাম উপজেলায় সেবামূলক কাজ করে যাবো। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।