সনাতন কুমার শেরপুর, বগুড়া :

বগুড়ার শেরপুরে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব‍্যাবসায়ীকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

গত ২৪ জুলাই পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের জহুরুল ইসলাম মিলনের ছেলে মোহাম্মদ সোনম ওরফে রাজু (৩১), একই ইউনিয়ের ছোট ফুলবাড়ি গ্রামের মৃত: আয়েন উদ্দিন শেখের ছেলে রিংকু শেখ (৩৬) এবং পৌরসভার ২নং ওয়ার্ডের পোদ্দার পাড়া নিবাসী মৃত: হাবিবুর রহমানের ছেলে মোঃ জাফর সাদেক বকুল (৩২)।
জানা গেছে, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদের নেতৃত্বে ছয় বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বিক্রির নগদ ১৬০০ টাকাসহ মোহাম্মদ সোনম ওরফে রাজুকে, এসআই সালামের নেতৃত্বে একশো গ্রাম গাঁজা এবং ত্রিশ পিছ ইয়াবাসহ রিংকুকে এবং এসআই সাচ্চু বিশ্বাসের নেতৃত্বে ত্রিশ পিছ ইয়াবাসহ বকুলকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে