মহীতোষ গায়েন,মফস্বল সম্পাদক,পশ্চিমবঙ্গ:
আজ পশ্চিমবঙ্গ সরকারের বিধিনিষেধ ৩০ শে জুলাই পর্যন্ত বর্ধিত হলো তবে কিছু ক্ষেত্রে বিধিনিষেধ লঘু করা হলো এবং দোকান-বাজার খোলার বিধিনিষেধ প্রত্যহার করা হলো।
বিশিষ্ট চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার করোনা আবহে অর্থনীতি ও স্বাস্থ্যনীতির নিরীখে পশ্চিমবঙ্গ সরকারের এই বিধিনিষেধকে স্বাগত জানিয়েছেন।মুখ্যমন্ত্রীর এই মানবিক ও জনকল্যাণমূলক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সমাজের সর্বস্তরের নাগরিক।১৬জুলাই থেকে ৩০জুলাই পর্যন্ত বিধিনিষেধের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে।
এখন দেখা যাক বর্ধিত বিধিনিষেধে কিকি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে।
১.স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।
২.আপাতত লোকাল ট্রেন চালু হচ্ছে না।
৩.ব্যাঙ্ক খোলা রাখার সময়সীমা বর্ধিত করে সকাল১০টা থেকে ৩টে পর্যন্ত করা হলো।
৪.সোম থেকে শুক্রবার মেট্রো চলবে ৫০%যাত্রী নিয়ে তবে শনি ও রবিবার মেট্রো বন্ধ থাকবে।
৫.শপিংমলে ৫০% ক্রেতা অনুপ্রবেশ করতে পারবে।
৬.বাজার ও দোকান খোলা রাখার বিধিনিষেধ প্রত্যাহার করা হলো।
৭.বন্ধ থাকবে সমস্ত সিনেমা হল।