দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি :
অদ্য ৪।৭।২০২১ইং সকাল হতে সারা দিন ব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীকে সাথে নিয়ে দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিনশনার (ভুমি) লকডাউনে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনী মাকিং করে জনসাধারনকে লকডাউনের বিধি নিষেধ মানার জন্য আহবান জানান।
এই দিন দুপচাঁচিয়া সিও অফিস,জিয়ানগর বাজার,তালোড়া বাজার,সাররপুকুর বাজার,আলতাফনগর, চৌমুহনী বাজার সহ বিভিন্ন এলাকায় লকডাউনে অভিযান পরিচালনা করেন।অভিযানে লকডাউনের অমান্যকারী ১০টি প্রতিষ্ঠানে ৬হাজার ৮০০টাকা জরিমানা আদায় করেন দুপচাঁচিয়ার সহকারী কমিশনার( ভুমি)আবু সালেহ মোহাম্মাদ হাসনাত।বিষয়টি মুঠো ফোনে নিশ্চিত করেন আঃ রহমান উপজেলা ভুমি অফিস দুপচাঁচিয়া।