মোঃ সাইদুল ইসলাম , নওগাঁ জেলা প্রতিনিধি:

সরকারের জারি করা কঠোর লকডাউনকে বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীদের সমন্বয়ে শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনেও মাঠে ছিলো উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ও সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে কঠোর বিধিনিষেধ অমান্য করায় ব্যক্তি, বিপনী-বিতান ও প্রতিষ্ঠানকে ৩০টি মামলার মাধ্যমে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীরা এই করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছেন। যে সকল ব্যক্তি অকারনে বিনা প্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদেরকে বুঝিয়ে বাড়ি ফিরে দেন। এ সময় তিনি উপজেলা বাসীদের স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে