দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি :
দুপচাঁচিয়া জাতীয় অনলাইন প্রেসক্লাবে ২৭।৬।২০২১ইং বিকেল ৬ঘটিকায় দুপচাঁচিয়া থানা বাসষ্ট্যান্ড এলাকায় জাতীয় অনলাইন প্রেসক্লাবের আয়োজনে জনসচেতনতা সৃষ্টিতে এলাকার ভ্যান চালক,পথচারীদের মাঝে ৫০০পিচ মাক্স বিতরন করা হয়।
ঘরে থাকুন, সুস্হ্য থাকুন।নিরাপদ দুরুত্ব বজায় রাখুন,মাক্স ব্যাবহার করুন,সরকারী সকল নিয়ম- কানুন মেনে চলুন।আগামী ১লা জুলাই হতে লকডাউন কঠোর হবে,তার ধারাবাহিকতায় অনলাইন প্রেস ক্লাবের এই আয়োজন।
উক্ত মাক্স বিতরনে সময় উপস্হিত ছিলেন দুপচাঁচিয়া থানার এস আই রাশেদুল ইসলাম,
জাতীয় অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী মোঃআফজাল হোসেন,আইন উপদেষ্টা মোঃসেরেকুল ইসলাম টিটু,জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃআব্দুস ছালাম মীর,সাধারন সম্পাদক মোঃরফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এ বি এম নুরুল ইসলাম, সহ সভাপতি মোঃইদ্রিস আলী যুগ্ন সাধারন সম্পাদক ডাঃআব্দুল করিম,সাংগঠনিক সম্পাদক মোঃমাছুদ রানা,সহ সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার,ক্যাশিয়ার মোঃকাওছার আলী সহ ক্লাবের সকল সাংবাদিকগন।
আরো উপস্হিত ছিলেন দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন আহবায়ক মীর হাবিবুর রহমান( রনজু), দুপচাঁচিয়া ষ্টুডেন্ট ক্লাবের সভাপতি মোঃরাজু খাঁন শাওন,ও সদস্য বিন্দু প্রমুখ।